বিশ্বাসের জায়গাটা তৈরি করে গেছেন মহাত্মা আহমদ ছফা , সে বিশ্বাসে আমি এখন অনড় । প্রগতিশীলতার নামে ধান্ধাবাজি কখনও কাম্য নয় । মূল থেকে মোলবাদী ধারা । তবে জঙ্গিদের মোলবাদী বলতে আমি নারাজ , এমনকি ছফা ভাষ্যে রেশ পাবেন । জঙ্গিরা হচ্ছে ঝরে পড়া প্রগতিশীল ধর্মীয় দালাল।
“ যারা মৌলবাদী তারা শতকরা একশো ভাগ মৌলবাদী।কিন্তু যারা প্রগতিশীল বলে দাবী করে থকেন তাদের কেউ কেউ দশ ভাগ প্রগতিশীল, পঞ্চাশ ভাগ সুবিধাবাদী, পনেরো ভাগ কাপুরুষ, পাঁচ ভাগ একেবারে জড়বুদ্ধিসম্পন্ন। ” -আহমদ ছফা
জঙ্গিরা হচ্ছে ঝরে পড়া প্রগতিশীল ধর্মীয় দালাল।
------------------------------------------------------------------------
যে স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়েছে , সে জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না ।
যে স্বপ্ন বিলিয়ে বেড়ায় , স্বপ্নের ক্যানভাসে দ্বীপ্ত মুখগুলি চেয়ে আছে
স্বপ্নের কারিগর ,তোমায় স্বাগতম
স্বপ্নের এই যাত্রায় , আমায় সাথী করে নিও ।।
------------------------------------------------------------------
আত্মজৈবনিক কবিতাঃ
----------------------------------------------------------
কবিতায় রংগিন ফানুশ উড়াই
ফাগুনের প্রথম পহরে কবিতার নিমন্ত্রন ।।
আমার কবিতা ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাস নয়
আমার কবিতা থাকে দুধ ভাতে
আমার কবিতা জয়ের প্রথম ধ্বনি
আমার কবিতা থাকে মাতৃ কোলে ।।
আমার কবিতা শোষেকের চাবুক নয়
আমার কবিতা থাকে স্বপ্নবাজের চোখে
আমার কবিতা শ্রাবণের গান
আমার কবিতা থাকে নীলাচলে ।।
----------------------------------------------------------
স্মৃতির দুয়ারে
অগণিত অচেনা মুখের ভীরে
আমি নিজেকে হারিয়ে ফেলেছি
স্মৃতির রাজ্য বড় নিষ্ঠুর ।।
স্মৃতির কালবেলা অতীত
বর্তমান শাসন করাটাই স্মৃতির কাজ
স্মৃতির সুখ-দুঃখময় যাত্রা
আয়নার সামনে নিজেকে আবার দাড় করিয়ে দেয়া ।।
---------------------------------------------------
সমকালীন কাব্য ভাবনাঃ
এ বছর কবিতার ফলন ভালো না
কবিতার দাম ও তেমন মিলছে না
কবির কবিতায় পচন ধরেছে
মুক্ত ভাবনায় তালা দিয়েছে ।।
কেড়ে নিয়েছে আমার কলম
রক্ত দিয়ে লিখব তারও উপায় নেই
অনাহারে কবির রক্ত এখন পানি হয়ে গেছে
ক্ষুধার্ত কবি এখন রাজনৈতিক আশ্রয়ে ।।
---------------------------------------------------------------------
কবি হতে চেয়েছি
কবিতা লিখেছি , লিখে যাচ্ছি
কবিতার প্রতিটি বর্ণমালা আমার
প্রতি মাত্রায় নিজেকে হারিয়ে , তালাশ করি ।।
যে কারণে আমি কবিতা লিখি
কবিতার ছন্দ আমায় নাড়া দেয়
কবি, সে তো মধ্য প্রহরে জেগে থাকা জোনাকির মত আলো ছড়ায়
এক জীবনে শুধু কবি হতে চেয়েছি ।।
চয়নে চয়নে শুধু কবির রাজত্ব
শাসন করার কেউ নেই , কাব্যরাজে কবিই শ্রেষ্ঠ বা নিকৃষ্ট
নেই অতীত ,বর্তমান কিংবা ভবিষৎ
কবির শুধু একটি কাল , কবিতা'র কাল ।।
----------------------------------------------------
আমি প্রথমত কবি
দ্বিতীয়ত্ব কবি
শেষ প্রহরে কবি
---------------------------------------------
আমি লিখি বর্তমান
অতীতের নির্বাক মুখগুলি কিছু বলতে চাই
ভবিষৎ স্বপ্নগুলি দেখি তারুণ্যের চোখে
বর্তমানের ভাবনায় কবির নিরন্তর ভেবে যায় ।।
----------------------------------------------
আমি অস্ত্রের কাছে জিম্মি না
ভালবাসার লাল গোলাপে বন্দি
আমি ডরে মরি না
ভালবাসার কতিপয় বাক্যে ধরাশায়ী
---------------------------------------------------------------------------
বাঙ্গালীর একুশ চেতনা , পান্তা ইলিশের চেয়ে বেশি কিছু নয়।
তবে সব উৎসব কে কিভাবে ভালবাসা দিবসে রুপ দেয়া যায় , এ বিষয়ে বাঙ্গালী পারঙ্গম
---------------------------------------------------------
একুশের স্বপ্ন
কৃষ্ণ চূড়ার ডালে কোকিলের, ভাষার গান
একুশের চেতনায়
বাংলার স্বাধীনতায় প্রথম আত্মদান ।।
একুশ ফাসির মঞ্চে দাঁড়িয়ে আত্মহুংকার
একুশ ভাষার দাবি নিয়ে রাজপথে ফাগুনের আগমন বারতা
-------------------------------------------------------------------------------------------
বাংলার মাটিতে হোসেন মিয়ারা এখন বিলুপ্ত প্রায় (পদ্মা নদীর মাঝি)
-----------------------------------------------------------------------------------------
বস্তুবাদী মননে ধর্মের চাষ নিরন্তর নিজের সাথে ছলনা করা ছাড়া আর কিছু না ।
Recent Comments