দেশ ভাবনা (রাজনীতি)
দুই নেত্রীর সংলাপ ।
দেশের জনগণ কাঙ্গালের মত বসে আছে কবে দুই নেত্রী সংলাপে বসবেন ?এই দুই নেত্রী ধরতে গেলে এইদেশের মা-বাপ ।এখন উনারা যদি সন্তানের দিকে না চায় তাহলে তো দেশের বারোটা বেজে তেরোটা বাজবে । আসলে সংলাপ হলে কি সব ঠিক হয়ে যাবে ? কি নিয়ে সংলাপ হবে? কে সংঞ্চালক হবেন? কত সময়ের জন্য সংলাপ হবে? ইত্যাদি প্রশ্ন মাথা ঘুরতে থাকে । আম জনতা এইসব নিয়ে ভাবে না ,ভাবে তথাকথিত সুশীল সমাজ,টক-শোর জাদরেল অথিতিরা ।
আমি মনে করি, জাতীয় সার্থে কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতে আসতে হবে , দুই নেত্রীর ক্ষমতার পালা বদলে জাতীয় স্বার্থে সে সব বিষয়গুলোতে উনারা হাত দিবেন না , বিষয়গুলোকে স্বাভাবিক নিয়মে চলতে দিতে হবে ।এইগুলো বাহিণী কিংবা উন্নয়ন কর্মকান্ড বিষয়াদি হতে পারে , বিজ্ঞাজনেরা তাহা ঠিক করিবেন ।
দুই নেত্রীর সংলাপের আগে দুই দলের সভানেত্রীদের সংলাপ আগে জরুরী। কারণ বর্ণনা করছি বিরোধীদল সহ পুরো জাতির প্রধানমন্ত্রী কিন্তু একজন ।আর সরকার দলীয় সভানেত্রী শুধু ওই দলের । আগে দুই দলের সভানেত্রী পর্যায়ের আলোচনা হলে, একদল আরেক দলকে সহ্য করা আর গণতন্ত্রের পথে চলা ।
যেখানে রাষ্টীয় কোন অনুষ্ঠানে গেলে দুজন দুজনার দিকে ফিরেও থাকান না ,সেখানে দুই জন এক টেবিলে কিভাবে বসবেন ? উনাদের আগে বুঝতে হবে উনারা দুজনের উপর নির্ভর করেছে আগামীর ভবিষত ।কেউ অস্বীকার করতে পারবেন না উনাদের অর্জন ।এদেশের জন্য উনারা অনেক কিছু করেছেন , কিন্তু আরো করতে পারতেন যদি দলীয় রাজনীতি ও সরকার কে এক করে না ফেলতেন, সরকার দলীয় রাজনৈতিক দলকে যদি প্রশয় না দিতেন ।
গণ মানুষের দেশ ভাবনা এই দুই নেত্রীকে কেন্দ্র করে। উনারা মানুষকে হাসায় আবার কাদায় ।ধরুন বাংলাদেশের ২৫% লোক সরাসরি আঃলীগের রাজনীতির সাথে জড়িত আর ২০% লোক বি এন পির রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এবং অন্যান্য দলের সাথে ৫% লোক । এই ৫০% ভোট দলগুলোর ভোট বাক্সের নির্ধারিত ভোট ।
এখন বাকি ৫০% লোকের ভোটের মাধ্যমে একবার আঃলীগ হলে আরেকবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে । এখন দলগুলো ২০%-২৫% মানুষদের (যারা উনাদের দলীয়)কে আশ্রয় প্রশয় দিয়ে ৫০% যারা নিরেপক্ষ ভোটার তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন , কেন দুই নেত্রীর এই বোধ হয় না , এই দেশে আপনাদের ,আমরা আম জনতা আপনার আত্মীয় , আমাদের কে দূরে ঠেলে দিবেন না ।
*******************চলবে
Recent Comments